কীভাবে আমি ভবিষ্যতে মানুষকে রোজা রাখা থেকে বিরত রাখতে পারি?

1 Answers   2.1 K

Answered 2 years ago

রোজা ফার্সি শব্দ ।

আমরা জানি নামের কোন পরিবর্তন হয় না ।

যেমন করিমের নাম সব জায়গায় করিম । আপনার নাম সব জায়গায় একই ।

মুসলিমরা সাওম রাখে রোজা নই ।

সাওম অর্থ বিরত থাক । অনেকেই রোজা অর্থ উপবাস মনে করেন ।

তবুও আমি রোজার অর্থ যদি বিরত থাকা ধরি তাহলে আপনার প্রশ্নটা হবে ।

কীভাবে আমি ভবিষ্যতে মানুষকে বিরত রাখা থেকে বিরত রাখতে পারি?

কি প্রশ্ন করলেন আপনি নিজে বুঝেন । প্রশ্নটা অন্তত ঠিক করে করেন । ইসলাম বিদ্ধেশ পড়ে হলেও করতে পারবেন। পড়ালেখা একটু হলে ও করেন ।

এবার রোজা অর্থ যদি উপবাস ধরি তাহলে আপনার প্রশ্নটা দাঁড়ায় ।

কীভাবে আমি ভবিষ্যতে মানুষকে উপবাস রাখা থেকে বিরত রাখতে পারি?

এর উত্তর একজন দিয়েছেন । আমি ও তাঁর সাথে সহমত পোষন করছি ।

Biplob
Biplob
263 Points

Popular Questions