Answered 2 years ago
যদি আপনার ফোন কোম্পানি থেকে আপডেট আসে তাহলে করতে পারবেন। তাছাড়া ফোন রুট করে কাস্টম রম ইন্সটল করেও তা করা যায়। যদিও এটা তেমন স্ট্যাবল জিনিস না। (★ এগুলো সম্পর্কে ধারনা না থাকলে একদম করা উচিত না। কারন এর ফলে আপনি এন্ড্রয়েড সিস্টেম ফাইল এডিট করার পারমিশন পাবেন।)
তাই আমার পরামর্শ থাকবে যদি অফিশিয়ালি আপডেট আসে তাহলে দেন। অন্যথায় কোন প্রয়োজন নেই। এন্ডয়েড তেমন আহামরি কোন আপডেট দেয় না।
abubakkar publisher