Answered 2 years ago
প্রথম বিশ্ব যুদ্ধে অক্ষ শক্তির পরাজয় হয়। আর এই জোটের অন্যতম সদস্য ছিলো অটোম্যান সাম্রাজ্য। আর তারই ফলশ্রুতিতে লুজান চুক্তি স্বাক্ষরিত হয়। এই লুজান চুক্তি ছিলো সম্পূর্ণ চাপিয়ে দেওয়া এক চুক্তি। তুরস্ক তার সীমানায় কোনো তেল,গ্যাস অনুসন্ধান করতে পারবে না। এভাবে অনেক অন্যায় সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য হয় তুরস্ক। যার ফলে তুরস্কের অর্থনীতি ভেঙে পড়ে। আর তখন ইউরোপীয়রা উপহাস করে তুরস্ককে এই তকমা দেয়। তুরস্কের নাগরিকদের ইউরোপের দ্বিতীয় শ্রেনীর নাগরিকের মর্যাদা দেওয়া হয়। আধুনিক তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় না। কারন তুরস্কের অর্থনীতি এখন ব্যাপক শক্তিশালী।
seeamkhan publisher