Answered 2 years ago
সহজ কিস্তি তে ফ্রিজ, ইলেকট্রনিক ডিভাইস কিনুন Walton Showroom থেকে! এরকম এডভারটাইজ দেখায়।
কিস্তি মানে কী? মোট মূল্যের উপর বাড়তি কিছু দিয়ে সময় নিয়ে পরিশোধ করার প্রক্রিয়া। যা গরিব রা কিস্তি বলে, আর ব্যাংক থেকে নিলে ধনীর কোটি টাকা সেটা লোন আর ইন্টারেস্ট ;সুদ.
এখন আমরা সাধারণ জনতা অসহায় হয়ে কিস্তি উঠাই,জিনিস কিনি।সুবিধা আর কি!
কারণ এখন কেউ ধার দেয় না, মুনাফা চায়, আমাদের রক্ত খায়,রক্তে তাদের হাত ভিজায়।
nahiyan publisher