কিভাবে স্মার্টফোন থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়া যায়?

1 Answers   11.1 K

Answered 2 years ago

আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। প্রশ্ন থেকেই বোঝা যাচ্ছে যে, আপনি বুঝতে পারেছেন স্মার্টফোন আপনার পড়াশোনার ক্ষতি করছে এটা আপনি বুঝতে পেরেছেন। আর এটা বোঝার জন্যই আপনি অনেকটা এগিয়ে আছেন। আপনার বয়স, কোনক্লাসে পড়েন ইত্যাদি জানালে উত্তরটি আরো ভালোভাবে দেয়া যেতো। যাইহোক, আপনি জানতে অবাক হবেন যে, যারা এই স্মার্ট ফোনের আবিষ্কারক বা জন তারাই তাদের ছেলেমেয়েদের স্মার্ট ফোন থেকে দূরে রেখেছেন। আপনার প্রয়োজনে আপনি স্মারর্ট ফোন ব্যবহার করবেন কিন্তু এমন যেন না হয়, স্মার্ট ফোনের জন্য আপনি এটি ব্যবহার করছেন। যেমন, যখন আপনার কল করা রিসিভ করা প্রয়োজন, তখন আপনি ফোন ব্যবহার করবেন, বা যখন আপনার মেসেরজ দেখা বা পাঠানো প্রয়োজন তখন আপনি মেসেজ দেখবেন, কিন্তু অধিকাংশ সময় দেখা যায়, মোবাইলে কোন নটিফিকেশন টোন বেজে উঠলেই আমরা মোবাইল নিয়ে দেখতে থাকি, অপ্রয়োজনেই মোবাইলের বিভিন্ন ফিচার ঘাটাঘাটি করি, বিভিন্ন আপব্যবহার করি, বা ফেসবুক, ইউটিউব, বা অন্যান্য অ্যাপে ব্রাউজ করি। হ্যা প্রয়োজনে আমরা ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার আমরা ব্যবহার করবো কিন্তু তা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট সময়ের জন্য। পড়াশুনা করার সময় আমরা মোবাইল যতটা সম্ভব দূরে রাখবো, বাবা, বা মায়ের কাছে রেখে আসলে আরোভালো হয়। ঘুমানোর প্রায় ১ ঘন্টা পূর্বে মোবাইল ব্যবহার বন্ধ করবো এবং অপ্রয়োজনিয় ব্যবহার থেকে বিরতো থাকবো। অপ্রয়োজনিয় এ্যাপ, বা যে সব এ্যাপ আমাদেরকে আসক্ত করে সেগুলো আনইন্সট করে দিবো। আশাকরি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।


Sojib Shariar
sojibsahriar
503 Points

Popular Questions