Answered 2 years ago
বোঝা যাচ্ছে আপনি একজন বাস্তবেই ধর্মমিক উৎসর্গীকৃত প্রেমিক হতে চাইছেন।তাই রিয়েল শব্দ টা ব্যাবহার করেছেন।
দেখুন বলেকয়ে প্রেম হয়না।অধিকাংশ ক্ষেত্রেই লোকে প্রেমে পরে। বা খেলার ছলেই প্রেম প্রেম খেলতে খেলতে সেটা ধীরে ধীরে পূর্ণতা পায়।
এটা তো আর (a+b)2 এর ফর্মুলা নয় যে উত্তর একই হবে। তাই এতে কেনো ফর্মুলা নেই।
বলতে পারেন ফ্রী স্টাইলের গল্পঃ। কার কাকে, কখন ,কিভাবে ,ভালো লাগবে মনে ধরবে তার কোনই মাপা নির্দেশিকা নেই। এটা তো আর বাটার জুতোর দোকান নয় যে গেলাম আর আমার পায়ের মাপের টা কিনে নিলাম।
তাই। রিয়েল প্রেম বলতে কি বলতে চাইছেন স্পস্তকরে বলুন। ভনিতা করবেন না তাইবলে।
piyasahmed publisher