কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে মজার ছলে ইংরেজি শিখা যায়? এরকম কোন এপস্ কারো জানা থাকলে বলবেন কি?
7
0
1 Answers
11.1 K
0
Answered
2 years ago
আপনি duolingo অ্যাপটা ইউজ করে দেখতে পারেন। আমার মনে হয় ইংরেজি শেখার জন্য এর থেকে সহজ এবং মজাদার অ্যাপ আর দুইটা হবে না। প্রতিদিনের টাস্ক কমপ্লিট করে নিজের ভোকাবুলারি, স্পেল, কনভারসেশন স্কিলকে আরো বেশি সমৃদ্ধ করতে পারবেন।
piyasahmed publisher