কিভাবে মাসে লক্ষাধিক টাকা আয় করা যায়?

1 Answers   14.2 K

Answered 2 years ago

মাসে লক্ষাধিক টাকা আয় করা যতটা কঠিন, ঠিক ততটাই সহজ। আমি ব্লগিং করেই মাসে লক্ষাধিক টাকা আয় করে থাকি।

যে কোন মোটামোটি মানের ব্যাবসা ভালোভাবে করতে পারলে মাসে লকাষাধিক টাকা আয় করা সম্ভব। তবে আপনি যে কাজই করেন না কেন, শুধু টাকা আয় করার জন্য কাজ করলে আপনি সফলতা পাবেন না। আপনার কাজের প্রতি অসীম ভালোবাসা এবং ধৈর্য থাকতে হবে।

আমি যখন শুরুর দিকে ব্লগিং করতাম, তখন একেবারেই সীমিত আর্নিং হতো, ধীরে ধীরে ইনকাম বাড়তে থাকে। আলহামদুলিল্লাহ! এখন মাসে লক্ষাধিক টাকার মতো আয় করছি।

অনেকেই বলবেন, আমি কী নিয়ে ব্লগিং করি, আমি বায়োগ্রাফি ওয়েবসাইট নিয়ে কাজ করি, নিচে আমার লেখা কয়েকটি বায়োগ্রাফি কন্টেন্ট আপনাদের দেখার জন্য দিলাম।

বায়াোগ্রাফি-১ Katrina Kaif Biography

বায়োগ্রাফি-২ Sunny Lione Biography

বায়োগ্রাফি-৩ Sundar Pichai Biography

সবশেষ একটি কথাই বলবো, আগে নিজেকে ঠিক করুন, কাজকে ভালোবাসুন, কাজের উপর ফোকাস করুন টাকা এমনিতেই চলে আসবে।

শুধু টাকার পিছনে ছুটলে কিছুই হবেনা। ধন্যবাদ।

*উত্তর ভালো লাগলে আপভোট দিতে পারেন*

*ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন*


Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions