Answered 2 years ago
শুধু মাথায় রাখুন- নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। ভাল ভাবে লেখাপড়া করতে হবে। ভাল রেজাল্ট করতে হবে। অন্য দশজন মানুষের মতো নিজেকে হাওয়ায় ভাসিয়ে দিলে হবে না। নিজের পায়ের নিচের মাটি শক্ত করুণ। স্কিল বাড়াতে হবে। নিজের লক্ষ্যে এগিয়ে যান। বাবা মাকে খুশি করুণ। নিজের স্বপ্ন পূরন করুণ। যখন জীবনে আপনি সফল হবেন- তখন দেখবেন মেয়েরা আপনার পেছনে লাইন লাগিয়েছে। অসফল মানুষদের কেউ ভালোবাসে না। কেউ সম্মান করে না।
ছাত্র থাকা অবস্থায় প্রেম ভালোবাসা করে বোকা'রা। নির্বোধেরা। লেখাপড়া শেষ করে। ভাল চাকরী বা ব্যবসা করে টাকা পয়সা ইনকামের পথে তৈরি করে তারপর প্রেম ভালোবাসা। ছাত্র অবস্থায় প্রেম ভালোবাসা করতে গেলে লেখাপড়া ভাল ভাবে করা যায় না। হয়তো গোঁজামিল দিয়ে কোন রকমে পাশ করে যাবেন। কিন্তু সেই লেখাপড়া দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। তখন আপনার পাশে কাউকে পাবেন না। অসফল মানুষের পাশে কেউ থাকে না। নিজের পরিবারও থাকে না।
যারাই স্টুডেন্ট থাকা অবস্থায় প্রেম ভালোবাসা করেছে তারাই কপাল চাপড়েছে। হায় হায় করেছে। বাবা মা আপনাকে লেখাপড়া করাচ্ছেন। যেন আপনার ভবিষ্যৎ সুন্দর হয়। কাজেই বাবা মায়ের দিকে তাকান। তাদের কথা ভাবুন। তাদের স্বপ্ন পূরন করুণ। আমি আপনাকে প্রেম ভালোবাসা করতে মানা করছি না। বলছি আগে নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার পর প্রেম ভালোবাসা করুণ। তাতে আপনার উপকার হবে। বিশেষ কারো কাছ থেকে সত্যিকারের স্বচ্ছ পবিত্র ভালোবাসা পাওয়ার জন্যও নিজেকে তৈরি করে নিতে হয়।
niloyshek publisher