কিভাবে বুঝবো আমি যে মানুষের সাথে খারাপ আচরণ করেছি ও সে আমাকে মাফ করে দিয়েছে?

1 Answers   7.3 K

Answered 1 year ago

মানুষের সাথে অন্যায় ভাবে খারাপ আচরন করা খুবই গর্হিত কাজ। সাধারণত সামান্য অন্যায় মানুষ ক্ষমা করে দেয়। কিন্তু অন্তরে আঘাত দিলে মানুষ ক্ষমা করতে পারে না। ঘৃণা জন্মে যায়। যেমন ধরুন আমার আপন ছোট ভাই আমার সাথে খুবই বাজে আচরন করেছে। গালি দিয়েছে। এমনকি মারতেও এসেছে। অথচ সম্পূর্ন বিনা কারনে। সে তার ক্ষমতা দেখাতে চেয়েছে। আমি তাকে কিছুই বলি নাই। কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারন সে যে কাজ করেছে তার প্রতি আমার ঘৃণা জন্মে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত তাকে আমি ক্ষমা করতে পারবো না। নো নেভার।

Sheza Khan
shezakhan
552 Points

Popular Questions