Answered 2 years ago
সবার আগে আপনাকে বাংলাদেশ পুলিশের সদস্য হতে হবে।কন্সটেবল, সাবইন্সপেক্টর অথবা বিসিএস পাস করা এএসপি এবং তদোর্ধ্ব পুলিশ অফিসারগণ পুলিশের এই বিশেষ বাহিনীর সদস্য হতে পারেন। শারীরিকভাবে অত্যন্ত ফিট, বুদ্ধিমত্তায় দ্রুত এবং স্থিতধী মস্তিষ্কের, অস্ত্রচালনায় পারদর্শিতা - ইত্যাদি গুণাবলী দেখে SWAT এ সদস্য নিয়োগ দেয়া হয়ে থাকে। আপনি আগ্রহী হলে ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর আবেদন করবেন, এরপর পরীক্ষা এবং পরবর্তী ট্রেনিং-এ পাস করলে এই ইউনিটের সদস্য হতে পারবেন।
jannatul publisher