কিভাবে পৃথিবীতে রাত বা দিন সংগঠিত হয়?

1 Answers   3.4 K

Answered 1 year ago

পৃথিবীতে রাত এবং দিনের পর্যায় সংগঠিত হয় পৃথিবীর ঘুর্ণনের কারণে। পৃথিবী নিজেকে নিজের অক্ষ দিকে ঘুরে থাকে, যা একটি অক্ষীয় গতির সাথে ঘটে। এই ঘুর্ণনের ফলে সূর্য একদিকে পৃথিবীর উপরে আসে এবং অন্যদিকে চলে যায়, যার ফলে আমরা দিন এবং রাত অনুভব করি। যখন সূর্য পৃথিবীর উপরে আসে, সেই সময় তাকে দিন বলা হয় এবং যখন সূর্য চলে যায়, তাকে রাত বলা হয়।
Nafim Ahmed
nafim
102 Points

Popular Questions