Answered 2 years ago
পিঠা বানানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে। একেক পিঠা একেক পদ্ধতিতে বানানো হয়। আজকে আমরা জানবো কিভাবে আমের মালপোয়া পিঠা বানাতে হয়। চলুন শুরুতেই দেখে নেই এই আমের মালপোয়া পিঠা রেসিপির ইনগ্রিডেন্টস গুলি :
1. 1/2 বাটি চালের গুঁড়া
2. 1 বাটি ফুল।
3. 1 বাটি সুজি
4. 1 বাটি চিনি
5. 1 বাটি দুধ
6. এক চিমটি লবণ
7. 1/2 চা চামচ বেকিং সোডা
8. 2 এলাচ (বিধ্বস্ত)
9. 3টি আমের পাল্প
Bijoy publisher