Answered 2 years ago
প্রথমেই আপনাকে congratulation জানায়
কারন এটা শুধু পাপ নয়, জঘন্যতম পাপ বোঝার জন্য….. (It will damage your soul)
এবার মূল প্রসঙ্গে আসা যাক —
1.First time , পর্ন দেখার শাস্তি youtube এ দেখেন
২. একা একা থাকবেন না নিজের পরিবারের সাথে বেশি সময় কাটাবেন
৩. পর্ন অ্যাডাকটেড বন্ধুদের সঙ্গো ত্যাগ করে, আল্লাহওয়ালা মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন
৪. মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন
৫. যত বেশি পারেন কোরআনকে সময় দিন (তাতে আপনার দুনিয়ার নোংরামি করতে খারাপ লাগবে, আপনার পক্ষে নজর হেফাজতে রাখা easy হবে)
৬. পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করুন (তাতে আপনি মানসিক শান্তি পাবেন)
৭ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মাফিক চলার চেষ্টা করুন(তাতে আপনার জীবন সহজ হবে)
৮. মানুষকে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করুন যতটা সম্ভব আপনার পক্ষে
৯. জিকির করুন সুবহানাল্লাহ ,আলহামদুলিল্লাহ ,আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম……. আস্তাগফিরুল্লাহ ওয়াতুবি এলাহি
ইনশাআল্লাহ পর্ন থেকে বেরিয়ে আসতে পারবেন …..
আল্লাহ সবাইকে হেদায়েত দিক আমিন
Sakib23 publisher