পড়া মুখস্ত খুবই কষ্টকর এবং পরিশ্রমও বটে। তবে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো মুখস্থ না করলে চলে না। আবার কিছু পাঠ্য বা পাঠ্যাংশ রয়েছে যেগুলো বুঝে পড়লেই হয়ে যায়।
আপনি যদি কোন সংজ্ঞা মুখস্ত করতে চান তাহলেঃ সেটি কে বুঝে বুঝে পড়ুন খুব দ্রুত মুখস্ত হয়ে যাবে। কয়েকবার বুঝে পড়লেই মুখস্ত হয়ে যাবে।
আপনি যদি কোন শব্দ বা নাম মুখস্ত করতে চানঃ তাহলে সেটাকে practically মুখস্থ করার চেষ্টা করুন। কারণ একবার হাতে কলমে হয়ে গেলে মুখস্থ হতে বাধ্য।
আপনি যদি কবিতা মুখস্ত করতে চানঃ তাহলে কবিতার ছন্দ ও নিয়ম মেনে পড়ুন খুব তাড়াতাড়ি মুখস্থ হবে।
আপনি যদি গল্প পড়তে চানঃ গল্প পড়ার ক্ষেত্রে মুখস্থ করতে হয় না বুঝে পড়লেই হয়ে যায়।
আপনি যদি বিজ্ঞানের বিভিন্ন বিষয় মুখস্ত করতে চানঃ এক্ষেত্রে সব থেকে কার্যকরী হল হাতে-কলমে দেখানো।
আপনি যদি অংক করতে চানঃ তাহলে আরোহ ও অবরোহ পদ্ধতি এই দুই পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারেন।
hriyan publisher