কিভাবে দ্রুত টাকা উপার্জন করতে পারবো?

1 Answers   13.2 K

Answered 1 year ago

ছোট্ট একটি মজার ব্যাপার! প্রশ্নটি অনুসরণ করছেন মাত্র ১ জন! বেশিরভাগ মানুষেরাই হয়তো জানেন, দ্রুত উপার্জনের কোন শর্ট কাট রাস্তা নেই, সেই জন্যই হয়তো এই প্রশ্নে অনুসারীর সংখ্যা এত কম! যাই হোক, আমি বলব না যে, দ্রুত উপার্জন করা যায় না! হ্যাঁ দ্রুত উপার্জন করা যায়, এবং অনেক দ্রুতই! বলতে পারেন ১ মাসের মধ্যেই উপার্জন শুরু করা যায়! কিন্তু তার জন্য আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে। কোন বিষয়ে আপনি দক্ষতা দরকার…? সেটা আপনি ভালো জানেন…. আমি কিন্তু এটা বলি নাই যে, আপনি দক্ষ হয়ে উপার্জন শুরু করুন, বরং আমি বলেছি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি খুব দ্রুত উপার্জন করতে পারবেন। এখন আপনার কি দক্ষতা রয়েছে সেটা আপনি খুঁজে বের করুন, তারপর আপনার দক্ষতা অনুযায়ী কাজ শুরু করে দিন। যেমন ধরুন, আপনার যদি চুল কাটার দক্ষতা থাকে, তাহলে আপনি সেলুন দিতে পারেন আপনার যদি গাছ লাগিয়ে, পরিচর্চা করার মতো দক্ষতা থাকে, তাহলে কিছু ভালো ফল ও ফুলের গাছ লাগিয়ে পরিচর্চা করুন, ১ মাস পরেই ওই চারা বাজারে বেশ লাভে বিক্রি করতে পারবেন। আপনার যদি কম্পিউটার চালানোর দক্ষতা থাকে, তাহলে নিজে দোকান দিয়ে অথবা একটা দোকানের সাথে যোগাযোগ করে সেখানে আপনার কম্পিউটার নিয়ে বসুন, আর মানুষের ব্যাসিক কিছু কাজ করে দিন। যেমনঃ চাকরির আবেদন, পরীক্ষার ফলাফল দেখা, বিভিন্ন টাইপিং এর কাজ, ইত্যাদি। আপনার যদি পশু পাখি পালনের দক্ষতা থাকে, তাহলে আপনি এই কাজ করুন। পশুর খামার বা পাখির ব্যাবসা কিন্তু অনেক লাভজনক। যদিও পশুপাখি বিক্রির ব্যাপারটা অনেকেই ভালোভাবে দেখে না, তবে ভাই আপনার ইচ্ছা। যারা বলে এসব ভালো না, তাদেরও আবার কিউট বিদেশী ডগের প্রতি কি তীব্র মায়া! মার্কেটিং এর দক্ষতা থাকলে, বাজারের কোন দোকানের সাথে চুক্তিবদ্ধ ভাবে মার্কেটিং করতে পারেন। যদিও ব্যাপার টা বেশ অদ্ভুত লাগছে, কিন্তু আইডিয়া টা কিন্তু খারাপ না! চেষ্টা করে দেখা যেতে পারে। অফলাইন এফিলিয়েট আর কি! আবার চাইলে যেকোন দোকানে কাজও করতে পারেন। তবে পরাধীনতা আমার পছন্দ নয়! এছাড়াও আরও অনেক কিছু আছে। আপনি শুধু আপনার দক্ষতার জায়গা খুঁজে বের করুন, আর কাজে লেগে পড়ুন। হ্যাঁ অনেক কাজ রয়েছে যেখানে আপনাকে কিছু সময় দিতে হবে। কিন্তু আপনি যদি সত্যি দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনার খুব বেশি সময় লাগবে না! আর যদি বলেন, "ভাই আমার তো কোন দক্ষতা নাই"- তাহলে বলব, দক্ষতা ছাড়া কিভাবে কেউ উপার্জনের আশা করতে পারে? সেটা কি কখনোই সম্ভব…? খারাপ পথে উপার্জন করতে গেলেও তার দক্ষতা দরকার পড়ে! আরেকটা বিষয়, আমি যেহেতু অনলাইন উপার্জন রিলেটেড কথাবার্তা বেশি বলে থাকি, তাই বলছি অনলাইনেও চাইলে উপার্জন করতে পারবেন। দক্ষতা আবশ্যক! আর তুলনামূলক সময় ও ধৈর্য একটু বেশি লাগবে! দেখুন, উপার্জন যেখানে বেশি, তার জন্য একটু বেশি কষ্ট তো করাই লাগবে, কি বলেন…? ধন্যবাদ, Tamal Debnath
Nasrin Nahar
nasrinnahar
316 Points

Popular Questions