Answered 2 years ago
দৈনিক ৬/৭ শ' টাকা না আরো বেশি ইনকাম করা যায়। কেউ কেউ আছেন দৈনিক ৬/৭ হাজার টাকার বেশি ইনকাম করেন। কিন্তু টাকা ইনকাম করতে যোগ্যতা লাগে। লেখাপড়া লাগে। নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হয়। যে লোক মাটি কাটে সে সারাদিনে ৩০০ টাকা আয় করে। যে লোক একটা মাল্টি ন্যাশনাল কোম্পানীতে কাজ করে সে দিনে ৫/৭ হাজার টাকা ইনকাম করে। অর্থাৎ টাকা ইনকাম নির্ভর করে আপনার লেখাপড়া এবং দক্ষতা, যোগ্যতার উপরে। আপনার কোয়ালিফিকেশন যত হবে আপনি তত টাকা ইনকাম করতে পারবেন।
Irin Islam publisher