কিভাবে তুরষ্কে মেডিকেল পড়তে যাবো দ্বাদশ শ্রেণির পর, কোথায় যোগাযোগ করতে হবে এবং কী কী বিষয় জানতে হবে? বিস্তারিত জানতে চাই।
1
0
1 Answers
10.4 K
0
Answered
2 years ago
সম্পর্কিত
রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও তুরস্কের রিসেপ তাইয়িপ এরদোয়ান কি আজীবন ক্ষমতায় থাকতে পারবেন?
পুতিন একজন স্বীকৃত স্বৈরাচারী শাসক। কারন আমরা দেখেছি তিনি কিভাবে তার প্রতিদ্বন্ধী আলেক্সিস নাভালনিকে দামানোর চেষ্টা করতেছে। তিনি কারচুপির ভোট দিয়ে বার বার ক্ষমতায় আসছে। নিজেকে অনেকটা স্ট্যালিন মনে করে পুতিন। তার কোনো প্রতিদ্বন্ধী জন্মাতেই দিচ্ছে না। সুতরাং পুতিন জনগণের চাপে হয়তো ক্ষমতা ত্যাগ করতেও পারে।
আর আপনি দ্বিতীয় যার কথা বললেন তিনি কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসছেন। পরিসংখ্যান এমনভাবে হলেও যে এরদোয়ান ৫১% এবং বিরোধী দল ৪৭% ভোট পেয়েছে। তাহলে আপনি কি বলবেন এরদোয়ানের জনপ্রিয়তা নেই? অবশ্যই আছে। তুরস্কের মতো কট্টর স্যেকুলার দেশে একজন ইসলামপন্থী নেতার আর্বিভাব এরকমই হবে স্বাভাবিক। কারন সবকিছু ঠিক হতে আরও সময় লাগবে। এটাও জানা উচিত তুরস্কের আদালত, নির্বাচন কমিশন, সেনাবাহিনী এরদোয়ানের গোলাম না। সুতরাং এরদোয়ান যে ১০০% জনগণের ভোটে নির্বাচিত সেটা এরদোয়ানের চরম নিন্দুকেরাও বিশ্বাস করে। আর একটা বিষয় হলো তুরস্কের উপর পশ্চিমাদের কুনজরের কথা আমরা সবাই জানি। সুতরাং তুরস্কের জনগণ যতোদিন চাইবে এরদোয়ান ঠিক ততোদিন ক্ষমতায় থাকবে।
ashis publisher