কিভাবে তাড়াতাড়ি ইংরেজি ভাষা শেখা যায়?

1 Answers   5.5 K

Answered 2 years ago

প্রশ্ন কর্তাকে ধন্যবাদ। আমার জানামতে ইংরেজির মত সহজ ভাষা পৃথিবীতে আর একটাও নেই। তবে, অনেকের কাছে এটি জটিল ভাষা মনে হয়। কিন্তু, সঠিক পদ্ধতিতে চেষ্টা করলে দ্রুত শেখা সম্ভব। নতুন কোন কিছু শিখতে চাইলে সেটার জন্য পাগল হতে হয়। (এই পাগল সেই পাগল না) পাগল যেমন সারাক্ষন বকবক করতেই থাকে আপনাকে সেই ভাবে নতুন ইংরেজি শব্দ শিখে বকবক করতে হবে।

প্রতিদিন কমপক্ষে নতুন ১০টি শব্দ শিখতে হবে যা আপনি আগে জানতেন না।

ভুল ভাল যাইহোক উচ্চারণ করতে হবে। পরবরর্তীতে দক্ষ জনের কাছে সঠিক উচ্চারণ জেনে নিতে হবে। লজ্জা পেলে চলবে না।

আপনার উচ্চারণ শুনে কে কি মনে করবে এটা নিয়ে মাথা ঘামানো যাবে না।

ইংরেজি সাব-টাইটেল দেয়া মুভি দেখুন।

বিবিসি জানালার এপিসোড গুলো দেখুন।

প্রতিদিন মিনিমাম ৫ ঘন্টা সময় দিন। আর এভাবে ৩ মাস চালিয়ে যান।


Riyazul Islam.
riyazulislam
524 Points

Popular Questions