Answered 2 years ago
জীবনকে খুব কম মানুষই সুন্দর করতে পারে। কারণ আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারিনা।
তাই আমাদের উচিতঃ
আদর্শ কর্মী হওয়া প্রতিটা কাজে।
পড়াশোনা হউক, অফিস হউক, ব্যবসায় হউক, কর্মী হউক।
আপনি যা-ই করেন না কেনো তা সঠিকভাবে করেন।
সাফল্যের সিঁড়িতে না উঠা পর্যন্ত পিছনে তাকাতে নেই।
সাফল্যই মানুষের জীবনকে সুন্দর করতে পারে।
অবসরে গাছ লাগান, বই পড়েন, বন্ধুদের সাথে আড্ডা দেন।
আপনার চিন্তায় কোনো কাজকে ছোট ভাববেন না।
পরিবারকে যথেষ্ট সময় দিবেন।
দৈনন্দিন আল্লাহর ইবাদত করবেন।
chayan publisher