Answered 2 years ago
১) নিজের চরিত্রকে নির্ণয় করতে হবে।
যেমন সত্য কথা বলার অভ্যাস করতে হবে, অন্যের সঙ্গে নির্দোষ মিথ্যা কথা বলা যায়, কিন্তু অকারণে বা নিজের সঙ্গে মিথ্যা বলা উচিত নয়।
২) দরকার থেকে কম বলতে হবে।
অতীতে অনেক লোক আছেন প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে বিপদে পড়েছেন সুতরাং কথা দরকার থেকে অনেক কম বলা ভালো।
৩) কাজ দিয়ে জিতার চেষ্টা করুন তর্কে নয়।
তর্ক করে কোনো লাভ নেই, আপনি জিতে গেলেও সামনের জন মানবে না, আপনি হেরে গেলেও তো কিছু করার নেই, তাই কাজে ফোকাস করা ভালো।
৪) তোমার মত চিন্তা করো কিন্তু সাধারণ ভাবে কথা বলো।
আপনি হয়তো অনেক কিছু জানেন কিন্তু সামনের জন প্রস্তুত নয়, তো বেশি কথা নে বলাই শ্রেয়।
৫) সব সময় উপস্থিত থাকবেন না।
অনেক মুভি স্টার দের দেখবেন কোনো জায়গায় গেলে খুব কম সময় থাকে এর কারণ কী? একটাই কারণ সেটা হলো বেশি সময় থাকলে দাম পাতলা হয়ে যাবে।
raselrana publisher