কিভাবে এক মোবাইলে দুইটা একই ধরনের অ্যাপ ইন্সটল করা যায় (যেমন - দুইটা ফেসবুক লাইট ইন্সটল করা যাবে।)?

1 Answers   7.3 K

Answered 2 years ago

আসসালামু আলাইকুম । ভাই, আপনি এক মোবাইলে দুইটা একই ধরনের অ্যাপ ইন্সটল করতে চাইলে , মোবাইলের সেটিংস এ চলে যান । তারপর সেখান থেকে অ্যাপ সেটিংস এ ক্লিক করুন । তার পর ওখান থেকে Dual App Option ক্লিক করে যে যে অ্যাপ ২ টা ইউজ করতে চান সেগুলো সিলেক্ট করুন । ব্যস হয়ে গেলো।


ST Shopon
stshopon
252 Points

Popular Questions