কিভাবে একটি সিঙ্গেল পেজ ওয়েবসাইট তৈরি করব, যার এক লিঙ্ক থেকে অন্য লিঙ্কে ক্লিক করলে পেজ রিফ্রেশ হবে না?

1 Answers   5.9 K

Answered 2 years ago

ফ্রন্ট এন্ডে ReactJs, VueJs, AngularJs ইত্যাদি ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারেন। ব্যাকেন্ড এ django, Laravel বা golang দিয়ে রেস্ট এ পি আই ডেভেলপ করতে হবে তথ্য আদান প্রদান, নিরাপত্তা টোকেন ইত্যাদির জন্য। স্টেট ম্যানেজমেন্ট এর জন্য ফ্রন্ট এন্ডে ফ্লাক্স আর্কিটেকচার ব্যবহার করতে পারেন। এ ধরণের সিস্টেম কে SPA বলা হয়। যেকোনো ভালো টিউটোরিয়াল থেকে শিখে নিতে পারবেন।

Mostofa
mostofa
452 Points

Popular Questions