Answered 2 years ago
মাছটা আরেকবার কাল্লাটা উপরে তুলতেই কান্না করে করে সিরিয়াস মুডে বলব : তুমি পানিতে ঝাপ দিলা কেন? কেন তুমি আত্মহত্যা করতে চাও। এসো আমার সাথে এসো আমি তোমাকে তোমার সব অধিকার বুঝিয়ে দিব।
আমার যদি বাচ্চাদের মত মানসিকতা হয়, তখনেই আমি ভাববো আমরা যেভাবে পানিতে পড়লে ডোবে যাই মাছটাও মনে হয় পানিতে পড়লে ডোবে যাবে।
বাচ্চাটাকে আপনি দোষ দিতে পারবেন না কারণ সে বুঝতে পারে নাই। সে আসলেই মাছটার ভাল চায়
বাচ্চাটা হয়ত আরও পরে বুঝবে সবাই সব জায়গায় থাকতে পারলে সবার গঠন এক হত। গঠন ভিন্নতা থাকার পরেও ছোট বেলার সেই আচরণে বড় হয়ে বিব্রত বোধ করবে। কোন এক সময় কোরাতে আসলে- কোন জিনিসটা পরবর্তীতে আফসোসের কারণ হয়েছিল সেই প্রশ্নের উত্তর দিবে।
Irin Islam publisher