কিভাবে আমি মানুষের কাছে সম্মান পেতে পারি?

1 Answers   12.5 K

Answered 2 years ago

সম্মান পেতে হলে অবশ্যই আগে সম্মান করতে হবে।

আপনি যদি কাউকে সম্মান না করেন তবে অবশ্যই সে আপনাকে সম্মান করবে না।

ভদ্র ও মার্জিত ব্যাবহার আপনাকে সম্মানী করে তুলতে পারে। ধরুন, তিন দিন কেউ কেউ আপনাকে অপমান করেছে, সেজন্য আপনি ও বিরক্ত হয়ে অভদ্র আচরন করেছেন তাদের সাথে, যদিও আপনি প্রথম করেন নি কিন্তু বকা/রাগারাগি /চেচামেচির সাথেই তার প্রতিউত্তর করেছেন, সেসব দিন ই অনান্য পরিচিত লোকজন আপনাকে রাগারাগি করতে শুনেছে অতএব আপনার সম্পর্কে একটা বাজে ধারনা তারা নিয়ে নিলো।

যেকোনো পরিস্থিতিতে যতটা ধৈর্য ধারন করতে পারবেন, চিৎকার চেচামেচির বদলে ঠান্ডা স্বরে কথা বলতে পারবেন বা ক্ষেত্র বিশেষে চুপ করে থাকবেন, সহনশীল ও মিষ্টভাষী হবে তত আশেপাশের মানুষের কাছে আপনি প্রিয়, সম্মানিত হয়ে উঠবেন।

গীবত, পরনিন্দা, এক জনের কথা অন্য জনকে বলে ভেজাল লাগানো, একজনের একান্ত ব্যাক্তিগত কথা যা আপনাকে বিশ্বাস করে বলেছিলো সেগুলো অযথা অন্য কাউকে বলা বা তার সাথে সমস্যা হয়েছে বিধায় সেগুলা ফ্ল্যাশ করা আপনাকে অসম্মানিত করবে। যাদের কাছে এগুলা বলবেন তারাই আপনাকে জাজ করবে, বিশ্বাসঘাতক বাটপার হিসেবে দেখবে।

তাই এসব করা যাবেনা।


Jakir Rana
jakirrana
379 Points

Popular Questions