Answered 2 years ago
মোবাইল দিয়ে আয় করতে আপনাকে অনেক কষ্ট করতে হবে আর এটা দিয়ে ক্যারিয়ার গোড়াও কঠিন, তাই মোবাইল কে একটু সাইডে রেখে যে সব স্কিল শিখলে অনলাইনে ক্যারিয়ার গর্তে পারবেন সে সব স্কিল থেকে যে কেনো একটি স্কিল (বিষয়) শিখা এখনই শুরু করে দিন. আর অনলাইনে ভালো কিছু করতে হলে আপনার একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকা জরুরি যেটা আপনার ফোনের থেকে বেশি ফাইয়াদা দিবে। অনলাইনে আপনি যে সব স্কিল শিখা শুরু করতে পারেন-
১। ওয়েব ডিজাইন
২। গ্রাফিক ডিজাইন
৩। ভিডিও এডিটিং
৪। ডিজিটাল মার্কেটিং
৫। সোশ্যাল মিডিয়া মার্কেটিং
৬। এফিলিয়েট মার্কেটিং - আরো ইত্যাদি।
তবে এগুলোর মধ্যে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজটি শিখতে পারেন তাহলে কাজ করে অনেক ইনজয় করতে পারবেন কারণ এখানে মার্কেটপ্লেসে কাজ পাওয়ার কোনো ঝামেলা নেই কক্লায়েন্টের কোনো প্যারা নেই , নিঃস্বাধীন আপনি যখন ইচ্ছা তখন কাজ করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
এফিলিয়েট মার্কেটিং হচ্ছে এক ধরনের আধুনিক মার্কেটিং পদ্ধতি যার মাধ্যমে আপনি ঘরে বসেই প্রতি মাসে লাখ টাকা আয় করতে পারবেন। মূলত ক্রেতা ও বিক্রেতার মাঝে মিলন ঘটানোকেই এফিলিয়েট মার্কেটিং বলা হয়। যেমন ধরুন কোনো হোস্টিং কোম্পানি তাদের হোস্টিং বিক্রি করবে ১০০০ টাকায়, এখন আপনি যদি সেই হোস্টিং টি একজন কাস্টমারের কাছে মার্কেটিং করে বিক্রি করিয়ে দিতে পারেন তাহলে আপনাকে ঐ হোস্টিং কোম্পানি ৫০% কমিশন মানে ৫০০ টাকা দিবে। এটাই হচ্ছে এফিলিয়েট কমিশন এবং এটাকেই এফিলিয়েট মার্কেটিং বলে।
এফিলিয়েট মার্কেটিং কি এবং মার্কেটিং এর সঠিক প্রসেস এবং কাজ সম্পর্কে ধারণা না থাকায় অনেকের ইচ্ছা থাকলেও এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারছেন না।
এই জন্য , এফিলিয়েট মার্কেটিং কি ? কিভাবে শুরু করবেন ? কত টাকা আয় করতে পারবেন ? এবং, এফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আয় করবেন সবটাই আমি আমার কোর্সে আলোচনা করেছি ,আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখে নিজের ক্যারিয়ার গর্তে চান তাহলে (AFFILIATE MARKETING MASTERY) এই কোর্স টি আপনাকে খুব দারুন ভাবে হেল্প করবে, তাই আর দেরি না করে এখনই আপনার কোর্সটি ইনরোল করে অনলাইনে ক্যারিয়ার গড়ুন।
ayshakhatun publisher