কিভাবে আমি ছোট গার্মেন্টস কারখানার জন্য অর্ডার পেতে পারি?

1 Answers   8.5 K

Answered 2 years ago

কত ছোট এটা বলেন নাই। তবে বর্তমান বিশ্বায়নের বাজারে আন্তর্জাতিক মানের পণ্যের জন্য “স্টেট অব আর্ট” কারখানা থাকা চাই।কারখানা যেমন থাকুক না কেন, অর্ডার পাওয়ার জন্য প্রতিস্ঠানের একটি প্রফাইল তৈরী করুন। প্রফাইলে বিস্তারিতভাবে প্রতিস্ঠানের লিগাল ও ব্যাংকিং তথ্য দিন, মেশিনারিজের বর্ননা করুন, কারখানার ভবন, খাবারঘর, টয়োলেট, অগ্নিনির্বাপন সহ শ্রমিকদের সংখ্যা, সুযোগ সুবিধা, উৎপাদিত পন্যের মান ও ক্ষমতা, ইতিমধ্যে যে সব কাজ করেছেন তাদের নামসহ রংগিন ছবি দিয়ে প্রফাইল বানান।

প্রফাইল তৈরী হলে দেশের নামকরা গার্মেন্টস্ বাইং হাউজগুলোর সাথে এপয়েন্টমেন্ট নিয়ে প্রফাইল সহ যোগাযোগ করুন। দশ, বিশ বা ত্রিশ জায়গায় যান। প্রফাইলের একটা সফট্ কপি তৈরী করুন, গুগল সার্চ করে বিশ্বের বিভিন্ন দেশে তৈরী পোষাক কেনেন এমন প্রতিস্ঠানে ফরোয়ার্ডিং দিয়ে মেইল করুন। এগুলো রপ্তানীর উদ্দেশ্যে অর্ডারের কথা বলছি।

স্হানীয় বাজারের পোষাকের জন্য কিন্তু অর্ডার সংগ্রহ করতে পারেন। সেজন্য আপনাকে লোকাল রিটেইল সপগুলোর চাহিদার জোগান দিতে হবে। আশাকরি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ

Nasrin Nahar
nasrinnahar
316 Points

Popular Questions