Answered 2 years ago
গ্রামার এমন কোনো রকেট সাইন্স নয়। সাধারণ গ্রামারের উপর একটা ঠিকঠাক ধারণা নিতে অতিরিক্ত হলে দু-সপ্তাহ লাগবে। এতটুকুই!
তারপর প্রচুর পরিমানে ইংরেজি বই বা ইংরেজি খবরের কাগজ পড়া উচিত। বিশেষত ইংরেজি খবরের কাগজের সম্পাদকীয়/এডিটোরিয়াল। সঙ্গে একখানা নোটবুক রাখুন। নতুন নতুন ভোকাবুলারি যোগ করতে থাকুন। দেখুন লেখকরা কিভাবে লিখছে, কি শব্দ ব্যবহার করছে …একদিনে হবেনা। ধৈর্য ধরে দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে হবে। ধীরে ধীরে এই শেখা , পড়াটা একটা নেশায় পরিণত হবে।
ইংরেজি কখনোই একটা "বিষয়" নয়, এটা একটা ভাষা, একটা স্কিল…
tonmoyshek publisher