Answered 2 years ago
আপনার ওয়েবসাইটে বেশি ট্রাফিক আমার জন্য আপনাকে বেশ কিছু দিক লক্ষ রাখতে হবে। এই বিষয়ে বিস্তারিত লিখতে হলে আমার উত্তরটি অনেক বড় হয়ে যাবে । তবুও আমি লিখতেছি। আশা করি আমার এ লেখা থেকে আপনি একটু হলেও উপকৃত হবেন।
তাহলে শুরু করা যাক,
প্রথমে বলি আপনি বর্তমানে যে হোস্টিং সার্ভিস ব্যবহার করতেছন সে হোস্টিং প্যাকেজ অধিক ভিজিটর হ্যান্ডেল করতে পারবে কিনা সে বিষয় টা লক্ষ্য রাখতে হবে। যদি আপনার মনে হয় আপনার হোস্টিং প্যাকেজ অধিক ভিজিটর হ্যান্ডেল করতে পারবে না বা অধিক ভিজিটর আসলে আপনার সাইট ডাউন হয়ে যাবে তাহলে আপনার হোস্টিং এর জন্য আমি একটি কনফিগািরেশন সাজেষ্ট করতে পারি।
যদি আপনার একটি মাত্র ব্লগ সাইট হয় তাহলে আপনি IT Nut Hosting এর Nut Silver প্যাকেজ টি নিতে পারেন।
যদি কোন স্টাটিং ই-কমার্স সাইট বা একাধিক ব্লগ সাইট হোস্ট করতে চান বা অনেক অ্যাফিলিয়েটর আছে যারা একাধিক সাইট হোস্ট করেন তাদের জন্য Nut Diamond প্যাকেজটি উত্তম ।
আপনার সাইট (ই-কমার্স, ব্লগ বা অন্য যেকোন প্লটফর্ম) সম্পূর্ণ স্টাবলিশ এবং মাসিক ভিজিটর প্রায় মিলিয়ন এর কাছে তাহলে আপনা জন্য Speed Star প্যাকেজ টি সব থেকে ভালো।
এখন ধরে নিলাম আপনি আপনার সাইটের ক্যাটাগরি অনুযায়ী একটি ভালো মানের হোস্টিং সার্ভিস নিলেন। এখন আপনার কাজ হবে আপনার সাইট টির SEO Score বাড়ানোর। SEO অনেক এর ফলে আপনার সাইট গুগল বা অন্যান্য সার্চ ইন্জিনের সার্চিং রেজাল্ট এর প্রথমের দিকে আসবে। ফলে ভিজিটর আপনার সাইট ভিজিট করবে। তবে সার্চ রেজাল্টের প্রথমের দিকে আমার পাশাপাশি আপনাকে নিয়মিত সাইটের কনটেন্ট আপডেট করতে হবে। এছাড়া আপনার সাইট টি আপ্টিমাইজেশন এর মাধ্যমে আপনার সাইটের লোডিং টাইম কমাতে হবে তাহলে আপনার সাইট টি লাইটওয়েট হবে । ফলে আপনার সাইট খুবই দ্রুত লোড হবে ফেলে আপনার সাইটে লোডিং জনিত কোন কারণে ভিজিটর হারাবে না।
jonikhan publisher