কিভবে প্রোগ্রামিং শিখা শুরু করব?

1 Answers   2.4 K

Answered 1 year ago

"প্রোগ্রামিং কেউ কাউকে শিখাইতে পারে না। এটা নিজে নিজে শিখতে হয়।" - কথাটা আমার না। কথাটা আমি শুনছিলাম শারিয়ার মঞ্জুর র C প্রোগ্রামিং ক্লাসে বসে। উনি তখন আমাদের একটা সমস্যার সমাধান করে দেখাইতেছিলেন। আপনার জন্য কিছু পরামর্শঃ অনেক জায়গায় অনেক কিছু শুনবেন। অনেকে অনেক কিছু বলবে। কারো কথায় কান না দিয়ে C++ শেখা শুরু করুন। আপনি যেহেতু শিখতে চাচ্ছেন সেহেতু সময় নিয়ে শিখুন। অনেকে বলবে C++ শিখে চাকরী পাওয়া যায় না, এটি খুব কঠিন, অমুক প্রযুক্তির অমুক ভাষায় এত বেতনের চাকরী এখন খুবই সহজে পাওয়া যাইতেছে ইত্যাদি। লোভে পড়বেন না। মনে রাখবেন প্রাথমিক ভাবে আপনার উদ্দেশ্য সহজ জিনিস শেখা, এত বেতনের চাকরী এই সব না। আপনি আপনার মগজকে প্রশিক্ষণ দিতেছেন যে কিভাবে একটি নির্দিষ্ট পদ্ধতিতে চিন্তা করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সমস্যা সমাধান করা যায়। ব্যাস এই। আপনাকে এই লক্ষ্যে স্থির থাকতে হবে। বাকিটা সময়ের সাথে এমনিতেই হয়ে যাবে। কমপক্ষে এক হাজার প্রোগ্রামিং সমস্যার সমাধান করুন। Algorithm - Datastructure শিখুন এবং সেগুলো প্রয়োগ করে সমস্যা সমাধান করার অভ্যাস করুন। ধীরে ধীরে ছোট প্রজেক্ট থেকে বড় প্রজেক্ট বানানোর দিকে এগোতে থাকুন। অন্তত পাঁচটা বড় বড় Open-source প্রজেক্ট অংশ নিন। তারপরে চাকুরীতে আবেদন করুন। জুনিয়র হিসেবে আপনি প্রোগ্রামিং সমস্যার সমাধান করায় কেমন দক্ষ সেটা দেখা হবে। এখানে C, PHP, Java, javaScript, C# এই সব মূল ব্যাপার না। আপনি জানেন না আপনার কোথায় চাকরী হবে এবং সেখানে কি দিয়ে কাজ করা হয়। *** C++ এ চাকুরী না পেলেও সমস্যা নেই। এটি এমন একটি প্রোগ্রামিং ভাষা যেটা জানা থাকলে মোটামুটি অন্য যে কোন ভাষা শেখা আপনার জন্য হবে কেবল সময়ের ব্যাপার মাত্র।
Ujjol Ahmed
ujjolahmed
566 Points

Popular Questions