কিছু মজাদার লাইফ হ্যাক দিতে পারেন কি, যা প্রাত্যহিক জীবনের জন্য দরকার?

1 Answers   8.7 K

Answered 2 years ago

১.ইমেইল এড্রেস যদি মার্কেটিং মেইল দিয়ে ভরতি হয়ে যায় তাহলে জাস্ট Unsubscribe দিয়ে ফিল্টার করুন।

২.এই গরমে মাত্র ১৫ মিনিটে বরফ শীতল কোল্ড ড্রিংক পেতে একটা ভেজা পেপার টিস্যু দিয়ে পানি/কোল্ড ড্রিংকের বোতলটা পেঁচিয়ে ফ্রিজে রেখে দিন।

১০-১৫ মিনিটের ভেতর বরফ শীতল হয়ে যাবে।

৩.স্মার্ট ফোনে স্টাইলাস পেন দরকার? চিপসের প্যাকেটটা উলটিয়ে একটা কলমের মাথায় লাগান। বাকি অংশ কেটে ফেলে দিন।

৪.আপনার পুরনো ক্যাসেটের বক্সগুলো কাজে লাগাতে পারেন স্মার্টফোন হোল্ডার হিসেবে।

৫.পেঁয়াজ কাটার সময় কান্না-কাটি বন্ধ করতে চাইলে কাটতে কাটতে একটা চুইংগাম চিবাবেন। আরেকটা পদ্ধতি হল কাটার আগে ১৫ মিনিটের জন্য ফ্রীজে রেখে দিবেন।

৬.ঘরে দুর্গন্ধ? আপনার টেবিলল্যাম্প বা টিউবলাইটের উপর একটু আতর কিংবা পারফিউম দিয়ে রাখবেন। দুর্গন্ধ থাকবে না।

৭.কোন কারনে কাচ ভেঙ্গে গেলে মেঝে থেকে ভাঙ্গা কাঁচের কনাগুলো উঠাতে একটা পাউরুটির স্লাইস ব্যাবহার করুন।

৮.A-4 পেপার দিয়ে খুব সহজে সিডির কভার বানান।

৯.প্লাস্টিক ব্যাগের গিঁট খুলতে পারছেন না? শেষ মাথাটা পেঁচিয়ে একদম শক্ত করে ফেলুন। তারপর ভেতরের দিকে পুশ করলেই খুলে যাবে।

১০.গ্লাস ক্লিনার নেই? গ্লাসের দাগ উঠাতে একটা টিস্যুতে কোক ঢেলে তা দিয়ে গ্লাস পরিষ্কার করে ফেলুন। কিছুক্ষণ পর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলবেন,গ্লাস পরিষ্কার হয়ে যাবে!

১১.কিবোর্ডের নিচের ক্লিপ ভেঙ্গে গেছে? বাইন্ডার ক্লিপ ইউজ করুন।

১২.বার বার গিট্টু লাগাতে না চাইলে এমন করুন।

Rani
rani
369 Points

Popular Questions