Answered 2 years ago
Google Play Store থেকে আপনি TrueCaller এপ ইন্সটল করে ব্যবহার করুন। এই TrueCaller এপ অনেক জনপ্রিয় এবং আমিও গত ৪ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করছি।
আপনি ডাউনলোড করে ইন্সটল করুন। এরপর আপনার কাছে যা যা তথ্য চায় সেগুলো দিয়ে সাইন ইন করুন এবং পারমিশনগুলো চালু করে দিন।
এরপর আপনার ফোনে অপরিচিত / স্পাম জাতীয় কল আসলে তা সাথে সাথে যেকোনো কিছু নামে আপনার ফোনের ডিসপ্লে তে ভেসে উঠবে। এ জন্য তখন (কল আসার মুহূর্তে) আপনার ফোনে ইন্টারনেট চালু থাকতে হবে। এছাড়াও ইন্টারনেট চালু না থাকলে পরবর্তীতে এপের ভিতর গিয়ে (নেট চালু করে) দেখবেন, ঐ নাম্বারটি কি নামে আপনাকে দেখাচ্ছে! যেই নামে দেখাচ্ছে সেটি ১০০% সঠিক নাও হতে পারে। তবে, এই এপ ১০০% না কাজ করলেও অনেক ভালো কারণ এটি এমন নাম দেখাবে যা আপনি সেই নাম্বারের মালিক কে হতে পারে এমন ইঙ্গিত বহন করবে, নাম দেখানোর মাধ্যমে।
আপনি এপটি ফ্রি তে ব্যবহার করতে পারবেন, চাইলে নিদ্দিষ্ট টাকা (ডলার) দিয়ে পেইড ভার্সনও কিনতে পারবেন। তখনও আরও অধ্যাধুনিক ফিচার পাবেন।
tasnimahmed publisher