কিছু আকর্ষণীয় তথ্য কী?

1 Answers   5.2 K

Answered 2 years ago

    আপনি যদি আপনার লক্ষ্য খুব প্রয়োজন ছাড়াই অন্যদেরকে বলে বেড়ান, তাহলে সেক্ষেত্রে লক্ষ্যে সফল হওয়ার সম্ভাবনা কম। গবেষণা প্রমাণ করে যে এক্ষেত্রে আপনার মোটিভেশন কমে যায় তাই।
    দীর্ঘ সময় ধরে একা থাকা স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকারক যে দিনে ১৫ টি সিগারেট ধূমপান করার সমান।
    যখন কেউ আপনাকে বলে যে তারা কিছু জিজ্ঞেস করতে চায় আপনাকে, তখন ৯৮ শতাংশ সময়েই, আপনি মনে করার চেষ্টা করেন সম্প্রতি আপনি কী কী ভুল কাজ করেছেন!
    যে বন্ধুত্বগুলো ১৬ থেকে ২৮ বছর বয়সের মধ্যে গড়ে উঠে, সেগুলোই দেখা যায় বেশিরভাগ সময় মজবুত এবং দীর্ঘায়িত হয়!
    যেসকলের লোকের মধ্যে নিজের অপরাধবোধ অনেক বেশি কাজ করে, তারাই দেখা যায় অন্যের অনুভূতি এবং চিন্তাভাবনাগুলো ভালো বুঝতে পারে।
    ৯০ ভাগ মানুষই সরাসরি একজনকে যা বলতে পারে না তা ফোনে বার্তা আদান-প্রদানের মাধ্যমে প্রকাশ করে থাকে।

Himel Ahmed
Himel Ahmed
630 Points

Popular Questions