কিছুতেই পড়ালেখায় মন বসে না, বই নিয়ে বসতেই ইচ্ছে হয় না, বই নিয়ে বসলেও পড়তে ইচ্ছে হয় না, কী করলে পড়ালেখায় মন বসবে?

1 Answers   12.8 K

Answered 2 years ago

ষ্মার্ট ফোন বাদ দিয়ে বাটন মোবাইল ইউজ করেন।

স্মার্ট ফোনের সিম খুলে ফেলেন অথবা ইন্টারনেট কানেকশন না হওয়ার ব্যবস্থা করেন।

সোশ্যাল মিডিয়া তে সময় সেট করে ঢুকেন,তাও প্রয়োজনীয় বিষয়গুলো দেখতে।

আর গৌল/লক্ষ্য ফিক্সড করে কাজ /পড়তে চেষ্টা করেন।


Anaf Khan
anafkhan
406 Points

Popular Questions