Answered 2 years ago
প্রশ্নে ভুল আছে।
প্রথমতঃ শব্দটা কোর্ট নয়, কোট।
দ্বীতিয়তঃ মুজিব কোট কালো রঙ ছাড়া অন্য কোন রঙের হয় না। মুজিব কোট হওয়ার শর্তই হচ্ছে কালো হতে হবে।
এটাকে কোট বলা হলেও সাধারণ কোট যেমন ফুল হাতা হয় এ কোট তেমন নয়। হাতা কাটা।
১৯৬৬ সালে ছয় দফা দাবি যখন পশ্চিম পাকিস্তানের আইন সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন তখন তিনি কালো রঙের এই কোট পড়েছিলেন। পরবর্তীতে যা মুজিব কোট নামে ব্যাপক পরিচিতি লাভ করে ও জনপ্রিয়তা পায়।
ছবিঃ মুজিব কোট পরিহিত বঙ্গবন্ধু।
৬ দফার প্রতি সম্মান জানাতে তিনি তার কোটে ৬ টি বোতাম লাগান, একেকটা বোতাম একেকটা দাবির প্রতিকী উপস্থাপন হিসেবে।
৬ বোতাম না থাকলে কালো রঙের কোট মুজিব কোট হবে না।
Nayeem Khan publisher