Answered 1 year ago
অবৈধ উপায়ে যেসব টাকা উপার্জন করা হয় তাকে কালো টাকা বলা হয়। কালো টাকার উৎস বিভিন্ন রকম হতে পারে ঘুষ দুর্নীতি বিভিন্ন রকমের অপরাধমূলক ব্যবসা-বাণিজ্য ইত্যাদি। কালো টাকা সাদা করার কোন উৎস আছে কিনা তা সঠিকভাবে আমার জানা নেই । আমার ব্যক্তিগত মত হল কালো টাকা সাদা হওয়ার কোন উপায় থাকা উচিত নয়। গত বাজেটের পূর্ব বাজেটে বাংলাদেশ সরকার আর্থিক অবস্থার বঙ্গুরতা অনুভব করতে পেরে কালো টাকা সাদা করার একটি অবস্থা জারি করেছিলেন যা কালো টাকা প্রকাশে এনে রাষ্ট্রীয় কর দিয়ে তা সাদা করা যাবে যদিও তা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ আপত্তি জানিয়েছিলেন। ধন্যবাদ
Shilpi publisher