ঠিক বলেছেন, ৪০ টি রোগের মোহঔষধ কালো জিরা নস্ট হয়না। সব সময় ভালো থাকে।
এক হুজুরের পাল্লায় পড়ে আমার সহজ সরল বাবা দু কেজি কালোজিরে কিনে আনলেন। তিন দিন পর ভীষণ ডায়রিয়া, বাবার পালস প্রেসার কিছুই খুঁজে পাচ্ছিনা। তাড়াতাড়ি ভর্তি করলাম হাসপাতালে। সেখানেও বিছানায় পায়খানার সাথে দেখলাম কালোজিরা যাচ্ছে অক্ষত। নিজে সব পরিষ্কার করলাম। ২ দিন পর বাবা সুস্থ হলে ঐ হুজুরকে ডেকে বাকি গুলো দিয়ে দিলাম। হুজুর ফ্রি পেয়ে খুব খুশি।
monira404 publisher