কার নামে একটি মোবাইল নম্বর নিবন্ধিত আছে তা জানার উপায় কি?

1 Answers   4.6 K

Answered 2 years ago

সম্ভব। আপনার সিম যে আইডি কার্ড দিয়ে নিবন্ধন করা আছে সেই কার্ডের শেষের চার ডিজিট জানা থাকা লাগবে ।


প্রথমে *16001# এটা ডায়েল করেন, তাঁরপর আপনার আইডি কার্ডের শেষের চার ডিজিট দিয়ে সেন্ড করুন তাঁরপর অফিস থেকে মেসেজ এর মাধ্যমে আপনাকে জানানো হবে ওই আইডি কার্ড দিয়ে কত গুলো সিম নিবন্ধন করা আছে।


যদি আপনার জানা না থাকে সিম কোন আইডি কার্ড দিয়ে নিবন্ধন করা তাহলে একটু ঝামেলা পোহাতে হবে । এক্ষেত্রে আপনি আপনার অনুমান অনুযায়ী যে আইডিগুলো দিয়ে নিবন্ধন করা হয়েছিলো সেগুলো সব কয়টা চেক করেন ওপরের বর্ণণা অনুযায়ী । আর তা না হলে কাস্টোমার কেয়ারে যেতে হবে।


Riyazul Islam.
riyazulislam
524 Points

Popular Questions