কারোর উপর বেশি ভরসা করা উচিত নয়। নিজের দাঁত কখনো কখনো নিজের জিভটা কে কেটে দেয়। বর্তমানে বাবা-মা ও যে ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে,বেশি অর্থ উপার্জন করেন সেই ছেলে মেয়েকেই বেশি ভালোবাসে। যে পরিবারে অভাব অনটন নেই সেই পরিবারকে সবাই ভালোবাসে। যার উপরে আপনি আজ ভরসা করবেন তাঁর স্বার্থ ফুরোলেই আপনার বুকে ছুরি বসাতে দ্বিধাবোধ করবে না। জীবনে রাস্তা চলবেন, সাবধানে চলবেন, সব সময় মনে করবেন, সামনে কোন গর্ত বা গাড্ডা আছে। আমি একটা গল্প পড়েছিলাম খোঁড়ার পা গর্তে পড়ে, সেটা গর্তের দোষ নয় সেটা খোঁড়ার পায়ের দোষ। কারণ গর্তটা একটি জায়গায় নিজে চুপচাপ বসে থাকে, তাতে এসে কেউ পড়লে সে গর্তটাকে সবাই আমরা দোষারোপ করে থাকি।
hriyan publisher