কার্গিল যুদ্ধ কে জিতেছিল?

1 Answers   14.5 K

Answered 2 years ago

কার্গিল যুদ্ধে ভারত জয় লাভ করেছিল। এটা পাকিস্তানও অস্বীকার করে না। তবে অনেকেই যুদ্ধটাকে অমীমাংসিত হিসেবে দেখে থাকে। কারো কারো মতে এই যুদ্ধে পাকিস্তানের চেয়ে ভারত বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। তবে যেহেতু পাকিস্তান তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল এবং ভারত দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করেছিল তাই বলা যায় ভারতই বিজয় লাভ করে।

যুদ্ধে পাকিস্তানি সেনার সংখ্যা ৫ হাজার ছিল। তাদের লজিস্টিক সাপোর্ট দিয়েছিল কাশ্মীরের কিছু বিদ্রোহী যোদ্ধা। যুদ্ধের প্রথম দিকে পাকিস্তান ভালো অবস্থানে থাকলেও পরবর্তীতে সে অবস্থান ধরে রাখতে পারেনি। পাকিস্তানি সেনারা বিদ্রোহীদের নিয়ে পাহাড়গুলোর উপর শক্ত অবস্থান তৈরি করেছিল, ভারতীয় সেনারা প্রথম দিকে কিছুতেই সেদিকে অগ্রসর হতে পারছিল না। ইসরায়েল ভারতকে গোয়েন্দা বিমান দিয়ে সাহায্য করে। ভারতীয় সেনাবাহিনী এই গোয়েন্দা বিমানের সাহায্যে পাকিস্তানি সেনাদের অবস্থান নির্ণয় করে কৌশল নির্ধারণ করে এবং সফলতা পেতে শুরু করে।

লেফটেন্যান্ট কর্ণেল শের খাঁ। পাকিস্তানি সেনাবাহিনীর এই অফিসার লেফটেন্যান্ট কর্ণেল নন, তিনি একজন লেফটেন্যান্ট। অর্থাৎ কর্ণেল শের খাঁ তার নাম এবং লেফটেন্যান্ট হচ্ছে পদবী। কার্গিল যুদ্ধে টাইগার হিলে যুদ্ধ করা এই পাকিস্তানি অফিসার ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এম এস বাজওয়ার সুপারিশে বীর হিসেবে পাকিস্তানে সম্মানিত হয়েছিলেন। ক্যাপ্টেন শের খাঁয়ে মরদেহ যখন পাকিস্তানে ফেরত পাঠানো হল, তখন তার জামার পকেটে একটা ছোট্ট চিরকুট লিখে দিয়েছিলেন ব্রিগেডিয়ার বাজওয়া। তাতে লেখা ছিল, 'ক্যাপ্টেন কর্নেল শের খাঁ অফ ১২ এন এল আই হ্যাজ ফট ভেরি ব্রেভলি এন্ড হি শুড বি গিভেন হিজ ডিউ' [অর্থাৎ, ১২ নম্বর নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রির ক্যাপ্টেন কর্নেল শের খাঁ অসীম সাহসের সঙ্গে লড়াই করেছেন। তাকে সম্মান জানানো উচিত]। এভাবে একজন প্রকৃত বীর আরেকজন বীরকে মূল্যায়ন করে থাকেন।

Islam Uddin
Islamuddin
304 Points

Popular Questions