কারো হিদায়াতের জন্য দোয়া করলে সে হিদায়াত পাওয়ার সম্ভাবনা কতটুকু?

1 Answers   5.2 K

Answered 2 years ago

সম্ভবনা শূন্য। একেবারে শূন্য। ধরুন, আমার চাকরী নেই। আমি বেকার। ভীষন কষ্টে আছি। এখন, আপনি দোয়া করে কিছুতেই আমাকে একটা চাকরী পাইয়ে দিতে পারবেন না। নো নেভার। আবার ধরুন, আমি অসুস্থ। আপনি আমার জন্য দোয়া করে, আমারকে সুস্থ করে তুলতে পারবেন না। হিদায়াত শব্দটাই একটা ফালতু শব্দ। কাজেই মুখে মুখে হিদায়াত না করে, দোয়া করে- যদি একটা চাকরী পাইয়ে দেন তাহলে আমার সত্যিকারের উপকার হবে। যা এই সমাজে কেউ করে না।

ধরুন, আমার ক্ষুধা লেগেছে। ক্ষুধা নিবারনের জন্য আমার দরকার খাবার। এখন আপনি আমার জন্য যতই দোয়া করেন, তাতে আমার পেট ভরবে না। কাজেই আপনি আমার জন্য যতই হিদায়াতের জন্য দোয়া করেন তাতে কোনো লাভ নাই। অসহায় মানুষের হাতিয়ার হচ্ছে হিদায়াত/দোয়া। বাস্তব জীবনে এসব কোনো কাজে লাগে না। দোয়া মানে কি? দোয়া হচ্ছে শুভকামনা জানানো।

Mohon Ali
Mohon Ali
661 Points

Popular Questions