কারোর প্রতি মায়ায় জড়িয়ে গেলে তার থেকে মায়া কমানোর উপায় কী?

1 Answers   13.3 K

Answered 2 years ago

প্রথমত আমরা জানবো মায়া কি?

মায়া হচ্ছে বন্ধন । যা ত্যাগ করা খুবই কষ্টকর। যে মায়ার জালে আটকে যায়, সে আর সেই বন্ধন থেকে খুব সহজে বের হতে পারে না । এরই নাম মায়া।

ভালোবাসা এই একটা সময়ে এসে থমকে যায় পরিবারের চাপে পড়ে। তখন আমরা কি রেখে কি করবো ভেবে পাই না। এটা খুবই কঠোর একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় আমাদের সামনে। একদিকে পরিবার আর আরেকদিকে ভালোবাসার মানুষটি, না পারতেছি পরিবারের মায়া কাটাতে না পারতেছি ভালোবাসার মানুষটির মায়া কাটাতে। এই কঠিন পরিস্থিতিতে আমাদের কি করনীয়।

কারো প্রতি একবার মায়ার জন্য গেলে সেই মায়া কাটাতে বড্ড কঠিন হয় আমাদের। আমি আপনাকে কয়েকটা লেখা দেই চাইলে ফলো করতে পারেন মায়া কাটবে কিনা জানিনা, তবে এর থেকে উপকৃত হবে।

১/ যে সম্পর্কে ধোকা,কপটতা, প্রতারণা থাকবে সে সম্পর্ক পায়ে মারাতে এক মিনিট ও সময় নষ্ট করবেন না। আপনি আমাকে বিশ্বাসের নিশ্চয়তা দিন। আমি আপনাকে সম্পর্কের নিশ্চয়তা দিবো।

২/ মুভ অন' বেশ সামান্য শব্দ। তবে এটা জীবনের সবচেয়ে তিক্ত শব্দ! অতীতের স্মৃতি পিছনে ফেলে মায়া কাটিয়ে সামনের দিক এগিয়ে যাওয়া যেনতেন কথা নয়। জীবনের সকল তিক্ত বিষাক্ত যন্ত্রণাদায়ক অনুভূতির সাথে লড়াই করে, সামনে এগোতে হয়। অতীত ভুলে ভালো থাকতে হয়, কিংবা ভালো থাকার নাটক করতে হয়!

৩/ যে মানুষটা জীবনে নেই, আসবে না কোনোদিন, তার কোনো স্মৃতিচিহ্ন বাঁচিয়ে রাখাও বুদ্ধিমানের কাজ নয়! আসলেই নিজেকে গোছানো উচিত, নিজেকে নিয়ে ভাবা উচিত আমাদের।

Piyas Ahmed
piyasahmed
460 Points

Popular Questions