কাজী নজরুল ইসলাম কে মুসলিম কবি বলা হয় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কে ব্রাহ্ম বা হিন্দু কবি বলা হয় না কেন?
9
0
1 Answers
8.6 K
0
Answered
2 years ago
দুটোই যারা বলেন বা ভবিষ্যতে বলবেন বলে ভাবছেন/শিক্ষা গ্রহন করছেন ওনাদের কবিতা বোঝার ক্ষমতা নিয়ে আমার খুব সন্দেহ আছে। ওনারা রাজনৈতিক ধর্মের বিশেষজ্ঞ; চারু-কলা, সৃষ্টিকর্ম ওনাদের চায়ের কাপ নয়।
bivorshaim publisher