কাকোল্ড কী? এর বিপরীত আচরণের নাম কী?

1 Answers   8.6 K

Answered 1 year ago

যে পুরুষ নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে সেক্স করা দেখতে চায়, সেক্স করা দেখে আনন্দ পায় তাকে সহজ ভাষায় কাকোল্ড বলে। কাকোল্ড হবার ইচ্ছা একজন পুরুষের ভিতর নিজের অক্ষমতা থেকে অথবা নিষিদ্ধ বিনোদনের মজা নেয়ার ইচ্ছা থেকে উৎপন্ন হতে পারে। আর আধুনিক কালে পর্নের সুবাদে কাকোল্ড হবার ইচ্ছা পুরুষের ভিতর ধাই ধাই করে বেড়ে যাচ্ছে। বিপরীত আচরণ কি নারীর আচরণ বুঝিয়েছেন? কাককুইন? তাহলে বলি - নারী যখন নিজের স্বামীকে অন্য নারীর সাথে সেক্স করা দেখতে চায় বা দেখে তখন সেটা কাককুইন। এই আচরণ কাকোল্ড এর তুলনায় বিরল।
Mst Salma Khatun
mstsalmakhatun
408 Points

Popular Questions