Answered 2 years ago
দুইদিন যাবৎ কাকলি ফার্নিচার দিয়ে আমার ইনস্টাগ্রাম ফিড ভরে গেছে।
কোরায়ও দুই দিনে মনে হয় ২-৩ টি প্রশ্ন দেখেছি এবিষয়ে।
প্রথমে আমি ভেবেছিলাম, এটা হয়তো বাংলাদেশে নতুন কোনো কেলেংকারী! (কয়েকদিন পর পর বাংলাদেশে নতুন নতুন কেলেংকারী ঘটে এবং আমাদের মতো সাধারণ জনগণ মজা নেয়)
কালকে দুপুরে দেখি আমার (বড়) বোন কাকলি ফার্নিচার এর ছড়া কাটছে।
তারপর গেলাম ইউটিউব এ। যেয়ে দেখি একটা বিজ্ঞাপনের মতো কিছু একটা। প্রথম ২ সেকেন্ড আমার কাছে কোনো বাংলা হরর মুভির দৃশ্য মনে হলো। ভাবলাম বাংলাদেশেও এনাবেলা মুভি বানাচ্ছে।
এমা! তারপর দেখি দুইটা বাচ্চা মেয়ে উদ্দেশ্যহীন ভাবে সোফায় লাফালাফি করছে। কি দুঃসাহস! ( আমি যদি কখনো সোফায় লাফালাফি করি, আমার আম্মু কান ধরে ঘর থেকেই বের করে দেবে)।
আজকে দেখি, পরীক্ষার সময় আমার মাথায় কাকলি ফার্নিচার ঘুরছে।
বিজ্ঞাপনটির কোনো বিশেষত্ব নেই,কিন্তু একবার শুনলে কাকলি ফার্নিচার মাথায় ঘুরতেই থাকবে!
এই হলো ঘটনা।
বাদ যায়নি আমাদের সাল্লু ভাইও
diptykhatun publisher