কাকতালীয় ঘটনা মানে কী?

1 Answers   3.6 K

Answered 2 years ago

কোনো রকম যোগসূত্র ছাড়াই অনেক সময় এমন দুই বা ততোধিক ঘটনা ঘটে, যার মধ্যে বিস্ময়কর মিল খুঁজে পাওয়া যায়। বাংলায় এসব ঘটনাকে চিহ্নিত করা হয় কাকতালীয়। এ ঘটনায় সময়ের ব্যবধান, ভিন্ন দুজন মানুষ, পৃথক দুটি ঘটনা ভিন্ন পরিস্থিতিতেও অনেক সময় মিল বা সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়।

একদা একদিন একটি কাক তাল গাছের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ একটা পাকা তাল ধুপ্ করে মাটিতে পড়ে গেল। মানুষজন ভাবল ওই ব্যাটা কাকই বুঝি তালটা ফেলেছে। আসলে কাকের মত দুর্বল ছোট পাখির পক্ষে এত বড় আর শক্ত বোঁটার ফল নীচে ফেলা শুধু মুশকিলই নেহি না মুনকিন ভি হ্যায়। তালটা পেকে এমনিতেই পড়ে গেছে। কাক ও তালের কাহিনির এরূপ সম্পর্কহীন অথচ দৃশ্যত সম্পর্কযুক্ত ঘটনা থেকেই 'কাকতালীয়' নামের সূত্রপাত। পৃথিবীর হাজার বছরের ইতিহাসে কাকতালীয় ঘটনার শেষ নেই। আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ও জন কেনেডির জন্ম-মৃত্যুর কাকতালীয় ঘটনা হয়তো আমরা অনেকেই জানি । এরকম বা এর চেয়েও অদ্ভূত কত যে রহস্যময় কাকতালীয় সত্য ঘটনা আছে যা হয়তো আপনার মনে হবে রটনা।


Rasel Ahmed
raselahmed
480 Points

Popular Questions