কাউকে যদি চরম অপমান করি, তাহলে তার কাছে কিভাবে ক্ষমা চাইবো?

1 Answers   4.6 K

Answered 2 years ago

আপনার প্রশ্নটির জন্য আপনাকে ধন্যবাদ। আমি আমার দিক থেকে বলছি। যদি আমি কাউকে কখনো চরম ভাবে অপমান করি তাহলে সর্ব প্রথমে তার সামনে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে একটু নর্ম শুরু বলবো সরি। আমি ভুল করে আপনাকে আমার মনের অজানতেই অনেক কিছু বলে অপমান করে ফেলেছি দয়া করে যদি কখনও পারেন আমাকে ক্ষমা করবেন। আমি আপনার ক্ষমা পাবার আশায় রহিলাম। আমি আশাবাদি যত রাগ অভিমান বা ঘৃণাই থাকুক না কেন ঠিক ঐ সময়টার জন্য হলেও সে আপনাকে ক্ষমা করে দিবে বলে আমার বিশ্বাস। আমি হলে ঠিক ক্ষমা করে দিতাম। আপনি সরাসরি তাকে বলে দিন যা ঘটেছে তার জন্য আপনি অনুতপ্ত। এতে যদি সে আপনাকেও কোন রুপ শাস্তি দিতে চায় তো দিতে পারে। আশা করি আপনাকে ক্ষমা করে দিবে। আর হ্যা ক্ষমা চাওয়ার পর কিন্তু যানাতে ভুলবেন না ক্ষমা পেলেন কিনা । ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।


Administrator
admin
0 Points

Popular Questions