Answered 2 years ago
যৌক্তিকতা কিছুই নেই। এটা জাস্ট আবেগের কথা। আর আবেগ দিয়ে কবিতা লেখা যায়। জীবন চলে না। বাস্তব জীবন বড় কঠিন। ধরুন, আপনি না খেয়ে আছেন দুই দিন ধরে। তাতে আপনার কষ্ট হবে। আরেকজনের কোনো কষ্ট হবে না। আপনি না বললে সে জানতেও পারবে না। আমি কাউকে মিস করলে সে আমাকে মিস করবে- এটা ভুল কথা। আপনি ব্যথা পেলে সেই ব্যথা কি তার গায়ে লাগবে? লাগবে না। আবেগ থেকে দূরে থাকুন। বাস্তবতা মেনে নিতে শিখুন।
ধরুন, আপনি আপনার পরিবার থেকে দূরে আছেন। তখন আপনার পরিবারের মানুষ আপনাকে বিশেষ বিশেষ দিনে মনে করবে। আপনার জন্য তাদের হৃদয়ে হাহাকার করে উঠবে। আপনাকে দেখতে ইচ্ছে করবে তাদের। কথা বলতে ইচ্ছা করবে। এটা স্বাভাবিক। মা, বাবা আর স্ত্রী ছাড়া সত্যিকার অর্থে আর কেউ আপনাকে মনে করবে না। কিন্তু অনেকে মিথ্যা আবেগে দেখাবে। নানান রকম ভান করবে, ভনিতা করবে।
rafirayhan publisher