Answered 2 years ago
বিশ্বাস করা বোকামি নয়, তবে যাকে যতটুকু বিশ্বাস করা যায় তার চেয়ে বেশি বিশ্বাস করা বোকামি। যে বিশ্বাসের যোগ্য নয় তাকে বিশ্বাস করা বোকামি।
প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করা যায়…তবে সবার ক্ষেত্রে বিশ্বাসের মাপকাঠি আলাদা আলাদা।যেমন ধরুন মা-বাবাকে যতটা বিশ্বাস করেন, বন্ধুকে তোমরা বিশ্বাস করা যায় না। আবার বন্ধীকে যতটা বিশ্বাস করেন, প্রতিবেশীকে ততটা বিশ্বাস করা যায় না। আবার প্রতিবেশীকে যতটা বিশ্বাস করেন, একটা রাস্তার লোককে ততটা বিশ্বাস করা যায় না।
সব গুলোর একটা মাপকাঠি আছে। সেটা ব্যাক্তি বিশেষে ভিন্ন।
khanrabby publisher