কাউকে প্রেম নিবেদন করার পর মেয়েটি না করলে, আমার কী করা উচিত?

1 Answers   14 K

Answered 2 years ago

কোনো মেয়ে যখন আপনাকে না করে দেয়, তখন ধরে নিবেন, তার মনের মতো আপনি হতে পারেন নি । অর্থাৎ সে যা চায় , তা হয়তো আপনার মাঝে নেই । সে হয়তো বলবে যে , আমি এখন এসব বিষয় নিয়ে ভাবতেছি না । আসলেই আপনাকে তার পছন্দ হয় নি । হতে পারে আপনার টাকা কম । হতে পারে আপনি খারাপ ছাত্র । হতে পারে আপনার চেহেরা খারাপ । অনেক কিছুই হতে পারে । তবে বেশির ভাগ মেয়েই চায়, ভবিষ্যতে যেন তার জীবনটা ভালো ভাবে কাটে । এটা সবাই চায় ... চাওয়াটা দোষের কিছু নাই ।


যখন কোনো মেয়ে আমাদেরকে না করে দেয় তখন আমরা অনেক ডিপ্রেশন এ চলে যাই । অনেকে আত্মহত্যা ও করে । আসলে এসব করা নিজেরই ক্ষতি । আপনাকে বুঝাতে হবে তাকে যে , আপনিই তার জন্য পারফেক্ট ছিলেন । আপনার জীবন টাকে এমন ভাবে গড়ে তুলে হবে যেন , সে পরবর্তীতে আপসোস করে ।


আমি আমার জীবনের একটা কাহিনী তুলে ধরতেছি ,


আমি যখন নবম শ্রেণিতে পড়তাম,তখন একটা মেয়ে আমাকে অনেক অপমান করেছিলো । আমি তখন অনেক খারাপ ছাত্র ছিলাম । আর সে মেয়েটা অনেক ভালো ছাত্রী ছিল । তার রুল ছিল ৪ । আপনি হয়তো জানেন , সব জায়গাতে যারা ভালো ছাত্র ছাত্রী তাদেরকে সবাই আদর করে আর ভুল করলে ও ক্ষমা করে দেয় । তখন আমার কিছুই করার ছিল না । আমাকে কেউ চিনতো না তখন কেউ । আমার রুল ছিল ২৬ । তখন আমি পতিজ্ঞা করেছিলাম , হয়তো আমি মারা যাবো পড়তে পড়তে, না হয় দশম শ্রেণীতে আমার রুল তার আগে আসবে । ঠিকই দশম শ্রেণীতে আমার রুল ৪ হয় আর তার রুল হয় ৭ । তখন থেকেই আমার লেখা পড়া শুরু হয় । আর সব মেয়েরাই আমার সাথে কথা বলতে চাইতো ।


আর কেউ যদি আপনাকে না করে দেয় তাহলে ভাববেন, হয়তো আল্লাহ এর চেয়ে আরও ভালো কিছু রাখছেন আপনার জন্য , যেটা তার মধ্যে ছিলো না ।


Kani Khatun
Kani
240 Points

Popular Questions